ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

লালমনিরহাটে একই মঞ্চে মেয়র প্রার্থীদের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
লালমনিরহাটে একই মঞ্চে মেয়র প্রার্থীদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: অবাধ ও নিরপেক্ষ পৌর নির্বাচন অনুষ্ঠানের লক্ষে একই মঞ্চে শপথ নিয়েছেন লালমনিরহাট পৌরসভার মেয়র প্রার্থীরা।

শনিবার (১৯ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট রেলওয়ে শহীদ মিনার প্রাঙ্গনে একই মঞ্চে শপথ নেন ৫ মেয়র প্রার্থী।



সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট শাখার আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শপথবাক্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল ইসলাম রিন্টু, বিএনপির আব্দুল হালিম, জাতীয় পার্টির (মঞ্জু) আব্দুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান প্যানেল মেয়র এসএম ওয়াহিদুজ্জামান সেনা এবং অপর স্বতন্ত্র প্রার্থী এ কে এম হুমায়ুন আক্তার শিমুল।

তবে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আমিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

সুজন লালমনিরহাট জেলার সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম বীরপ্রতীকের সভাপতিত্বে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুজনের রংপুর অঞ্চলের সম্বন্বয়ক রাজশ দে, সুজন লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানু।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।