ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান হান্নান শাহর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান হান্নান শাহর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: পৌর নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
 
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর বাজারে পৌর নির্বাচনে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদের পক্ষে জনসংযোগ শেষে তার নির্বাচনী কার্য‍ালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


 
হান্নান শাহ বলেন, পৌরসভার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জনগণের ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। পৌর নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে এসেছে।
 
তিনি বলেন, সারাদেশে বিএনপি প্রার্থীদের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এ গণজোয়ারে সরকারি দলের প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছেন। আপনারা দেখেছেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে কীভাবে ভোট ডাকাতি হয়েছে। আমাদের ভোট আমাদেরই রক্ষা করতে হবে।

তাই সরকারি দলের ভোট ডাকাতি ঠেকাতে বিএনপি’র সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান তিনি।
 
এসময় উপস্থিত ছিলেন- ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, জেলা বিএনপি’র সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপি’র উপদেষ্টা আবুল মুনসুর মন্ডল, ডা. সফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাহীন আহমেদ মমতাজী, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম খোকন, পৌর কৃষক দলের সভাপতি ডা. মুজাহিদুল কবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
সিহাব খাঁন/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।