ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কলারোয়ায় ২ মেয়র প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
কলারোয়ায় ২ মেয়র প্রার্থীর জরিমানা ছবি : প্রতীকী

সাতক্ষীরা: নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় মেয়র প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও আরাফাত হোসেনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  
 
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।


 
সহকারী কমিশনার সানজিদা খানম বাংলানিউজকে বলেন, প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ পাওয়ার পর পৌর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়।
 
এ সময় মেয়র প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও আরাফাত হোসেনের নির্বাচনী পোস্টার বিভিন্ন দেয়াল ও গাছে লাগানো অবস্থায় দেখা যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।