ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বাকেরগঞ্জে বিএনপি সমর্থকদের ওপর হামলায় আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বাকেরগঞ্জে বিএনপি সমর্থকদের ওপর হামলায় আহত ৫

বরিশাল: বরিশাল জেলার বাকেরগঞ্জে পৌরসভা নির্বাচনের প্রচারণাকালে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

এসময় ৫ কর্মী আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়ছে।



শনিবার(১৯ ডিসেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।  

আহতরা হলেন- যুবদল কর্মী নাছির হাওলাদার, আনোয়ার হাওলাদার, জাকির, ছাত্রদল কর্মী নাছির ও মিজান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার বাংলানিউজকে জানান, তাদের মেয়র প্রার্থী মো. মতিউর রহমান মোল্লার ধানের শীষ মার্কার পক্ষে গণসংযোগ করছিলেন কর্মী সমর্থকরা। পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডে যথাক্রমে কাজী বাড়ির সামনে ও বটতলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজন হামলা চালালে ৫ কর্মী আহত হন।

এদিকে, প্রতিপক্ষরা নির্বাচনে সুবিধা নেওয়ার লক্ষে তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, হামলার খবর শুনতে পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।