(কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌরসভায় নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লংঘনের দায়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাব্বির আহমেদ তাপসকে ২০ হাজার টাকা জরিমানা ও দেড় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা এ রায় প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, বাজিতপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শওকত আকবরের কর্মী সাব্বির আহমেদ তাপস মাইকিং করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে জরিমানা ও দেড় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরআই।