ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ভোলায় আ.লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ভোলায় আ.লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

ভোলা: ভোলা পৌরসভা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন, হামলা-মারধরসহ নানা অভিযোগে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রদল অফিসে বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান ও ভোলা প্রেসক্লাবে আওয়ামী লীগের মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ সম্মেলন করেন।



সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী হারুন অর রশিদ অভিযোগ করেন, শনিবার বেশ কয়েকটি স্থানে প্রচার-প্রচারণাকালে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদের ওপর হামলা করে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান মনির  সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রচারণা চালানোর সময় বিএনপির কর্মীরা তার গাড়ি অবরুদ্ধ করার চেষ্টা চালায়। বিষয়টি রির্টানিং অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।