ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

রাজবাড়ীতে আ.লীগের মেয়র প্রার্থীর ইস্তেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
রাজবাড়ীতে আ.লীগের মেয়র প্রার্থীর ইস্তেহার ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন।

রোববার(২০ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ইস্তেহার ঘোষণা করেন।


নির্বাচনী ইস্তেহারে পৌরবাসীর সেবায় ২৮টি বিষয় প্রকাশ করেন তিনি।

প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও রাজবাড়ী চেম্বার অব কর্মাসের সভাপতি কাজী ইরাদত আলী।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার, গণেষ নারায়ণ চৌধুরী, আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট এম এ মান্নান, হেদায়েত আলী সোহরাব, অশীম কুমার পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ নিজাম মন্টু প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আব্দুস সোবাহান।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।