ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

গাংনীতে ২ মেয়র প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
গাংনীতে ২ মেয়র প্রার্থীর জরিমানা

মেহেরপুর: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মেহেরপুর গাংনী পৌরসভা মেয়র প্রার্থী আওয়ামী লীগের আহম্মেদ আলীকে পাঁচ হাজার ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনী আচরণবিধি দেখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ জরিমানা করেন।



ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিছিল করার দায়ে আওয়ামী লীগের প্রার্থী পৌর মেয়র আহম্মেদ আলীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ও নির্ধারিত সময়ের আগেই প্রচারের জন্য মাইকিং এবং দেয়ালে পোস্টার টাঙানোর দায়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ভেন্ডারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।