ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

শ্রীপুরে কাউন্সিলর প্রার্থীকে শো’কজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
শ্রীপুরে কাউন্সিলর প্রার্থীকে শো’কজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আব্দুল বারেক নামে এক কাউন্সিলর প্রার্থীকে শো’কজ করেছে নির্বাচন কমিশন।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে শো’কজ করা হয়।



জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনী এলাকায় রাত ৮টার পর মাইকিং, দেয়ালে ও বিভিন্ন স্থাপনায় পোস্টার লাগানোর অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেককে (ডালিম মার্কা) শো’কজ করা হয়েছে।

পরে তাকে ২৪ ঘণ্টার মধ্যে শো’কজের জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।