ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

রাঙামাটি: রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন, প্রচার কাজে বাধা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান।  
 
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

 
 
এ সময় রাঙামাটি পৌর এলাকায় নির্বাচনের সময় সেনা মোতায়েনের দাবিও জানান তিনি।
 
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সমর্থকরা ১৪ ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে মাইকিংয়ে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা ও নির্বাচনী অফিস ভাঙচুর করে প্রচার কাজে বাধা সৃষ্টি করছে।
 
অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর বলেন, হাবিবুর রহমানের বক্তব্য মিথ্যা ও বানোয়াট। তিনি মিথ্যা বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।  
 
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।