ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পৌর নির্বাচনের প্রচারণাকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতর সম্পাদক ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন।



একই দলের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে আহতরা দাবি করেছেন।  

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের জিয়া রোডে এ হামলার ঘটনা ঘটে।   

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় আইনজীবী নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ নেতাকর্মীরা বিএনপির পৌর মেয়র প্রার্থী আজিজ খানের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের অনুসারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমত আলী রব্বানের সমর্থকরা এসে অতর্কিত হামলা চালান। এতে রাগীব রউফ চৌধুরীসহ ছয়জন আহত হন।

আহতরা হলেন, দেলোয়ার হোসেন (৪৫), হেলাল উদ্দিন (৪২), শওকত আলী (৪০), শরিফুল ইসলাম (২৫) ও মনোয়ার (২২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

আইনজীবী ফোরামের দফতর সম্পাদক ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের কর্মীরা আহত হয়েছে। মনোনয়ন না পাওয়া বিএনপির একটি অংশ এ হামলায় জড়িত বলে তার দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, ভেড়ামারা পৌরসভায় শহিদুল ইসলামের অনুসারী শামীম রেজা ও মিরপুর পৌরসভায় রহমত আলী রব্বান মনোনয়ন চেয়ে ব্যর্থ হন।

অপরদিকে মনোনয়ন পান রাগীব রউফ চৌধুরীর অনুসারী মহিউদ্দিন বানাথ ও আজিজ খান। এতে শহিদুল ইসলামের লোকজন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর উপর ক্ষুদ্ধ ছিলেন।

কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল বাংলানিউজকে বলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের অনুসারী রব্বানের লোকজন এ হামলা চালিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।