ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

যশোরে আ.লীগের পাল্টা সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
যশোরে আ.লীগের পাল্টা সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে সংবাদ সম্মেলনে বিএনপির ভোট কারচুপির আশঙ্কার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করে দলটি।



সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগ ভোট কারচুপির রাজনীতিতে বিশ্বাস করে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই যশোরে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিজয়ী হবেন।

বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার নাটক সাজাতে এমন বানোয়াট অভিযোগ করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপির প্রার্থী মারুফ পৌরবাসীকে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দুর্নীতি আর ট্যাক্সের বোঝা ছাড়া পৌরবাসীকে আর কিছুই দিতে পারেননি। নির্বাচনী মাঠে নেমে এই বাস্তবতা বুঝতে পেরেই তিনি নির্বাচন থেকে সরতে চাইছেন। কারণ পৌরবাসী এবার আর তাকে ভোট দেবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য পিযুষকান্তি ভট্টাচার্য, অ্যাডভোকেট আলী রায়হান, আব্দুল খালেক, খয়রাত হোসেন, মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান মুকুল, আসিফুদ্দৌলা সরদার অলোক, যোসেথ সুধীন মন্ডল, শাহারুল ইসলাম, মাহমুদ হাসান বিপু প্রমুখ।

এরআগে রোববার প্রেসক্লাব যশোরে নগর বিএনপি সংবাদ সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ আনে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।