ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

আখাউড়ায় কাউন্সিলর প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আখাউড়ায় কাউন্সিলর প্রার্থীকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নান্নু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় নির্বাচন কমিশন।

আখাউড়া পৌর এলাকার দুর্গাপুরে ওই প্রার্থীর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় সোমবার (২১ ডিসেম্বর) তাকে শোকজ করা হয়।



কাউন্সিলর প্রার্থী নান্নু মিয়া সোমবার দুপুরে শোকজের জবাবে বলেছেন, দুর্গাপুর গ্রামে অনু্ষ্ঠিত মিছিলটি সম্পর্কে তিনি জানতেন না।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বদর উদ-দোজা ভূঁইয়া বাংলানিউজকে জানান, রোববার রাতে কাউন্সিলর প্রার্থী নান্নু মিয়ার পক্ষে যে মিছিলটি হয় সেটি জেলা নির্বাচন কর্মকর্তা ও এখানকার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে নির্বাচন কার্যালয় থেকে ওই প্রার্থীকে শোকজ করা হয়।

ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে কাউন্সিলর প্রার্থী নান্নু মিয়া শোকজের জবাবে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।