ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চান্দিনায় জয়নাল আবদিন ফারুকের জনসংযোগে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
চান্দিনায় জয়নাল আবদিন ফারুকের জনসংযোগে হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলীয় মেয়র প্রার্থীর পক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুকের জনসংযোগে হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চান্দিনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় এক সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করে তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।

জয়নাল আবদিন ফারুক জানান, দুপুরে বর্তমান মেয়র ও দলীয় মেয়র প্রার্থী শাহ মো. আলমগীর খানের পক্ষে নেতাকর্মীদের নিয়ে তুলাতুলি এলাকায় এলাকায় জনসংযোগ চালাচ্ছিলেন তিনি। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল মুন্সি ও পৌর ছাত্রলীগ সভাপতি মোজাম্মেলের নেতৃত্বে ৮/১০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা এসে তার ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ অবস্থায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঠেকাতে গেলে তাদের মারধর করা হয়।

এদিকে, এসময় ছবি তুলতে গেলে হামলাকারীরা জাকির হোসেন নামে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন ও মারধর করেন।

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়নি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।