ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন

জকিগঞ্জে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
জকিগঞ্জে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে শোকজ

সিলেট: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেটের জকিগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী খলিল উদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরে শোডাউন করার কারণে তাকে এ নোটিশ দেওয়া হয়।



এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার মো. আল আমিন বাংলানিউজকে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে রাত ৮টার দিকে ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী বুধবারের (২৩ ডিসেম্বর) মধ্যে ওই প্রার্থীকে জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।