ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

আখাউড়ায় ফের কাউন্সিলর প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আখাউড়ায় ফের কাউন্সিলর প্রার্থীকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দীপংকর ঘোষকে (ডালিম প্রতীক) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় নির্বাচন কমিশন।

মঙ্গলবার দিনগত রাতে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় বুধবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে শোকজ করা হয়।


 
অবশ্য শোকজের জবাবে তিনি এ ধরনের কাজ আর করবেন না মর্মে অঙ্গীকার করেছেন।

এর আগে একই অভিযোগে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাদেকুল ইসলাম সাচ্চু, নান্নু মিয়া ও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শিপন হায়দারকে শোকজ করেছিল নির্বাচন অফিস।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বদর উদ-দোজা ভূঁইয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে কাউন্সিলর প্রার্থী দীপংকর ঘোষের পক্ষে মিছিল করায় তাকে শোকজ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।