ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কচুয়ার মেয়রপ্রার্থী হাবিবের মনোনয়ন গ্রহণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
কচুয়ার মেয়রপ্রার্থী হাবিবের মনোনয়ন গ্রহণের নির্দেশ

ঢাকা: চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়ন পত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাবিবের করা এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।



তথ্য গোপনের অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর হাবিবের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ চ্যালেঞ্জ করে ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন আহসান হাবিব।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল কাদের ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মুরাদ রেজা।

নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ২৩৪ পৌরসভার নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।