ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

১ লাখ ৬৫ হাজার ৭৭৯টি ব্যালট পুড়বে

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
১ লাখ ৬৫ হাজার ৭৭৯টি ব্যালট পুড়বে

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী সংখ্যা বেড়ে যাওয়ায় তিনটি পৌরসভায় নির্বাচন কমিশনকে (ইসি) আবারও নতুন করে ব্যালট পেপার ছাপাতে হচ্ছে। এক্ষেত্রে ১ লাখ ৬৫ হাজার ৭৭৯টি ব্যালট পুড়িয়ে ফেলতে হবে।


 
ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বাংলানিউজকে জানান, বগুড়ার সারিয়াকন্দিতে ১৩ হাজার ৭৬৮ জন, কুষ্টিয়া সদরে ১ লাখ ৩২ হাজার ৫৭৮জন, ঝিনাইদহের মহেশপুরে ১৯ হাজার ৪৩৩ জন ভোটার রয়েছেন। কিন্তু ব্যালট পেপার ছাপানোর পর আদালতের আদেশ নিয়ে আসায় এসব পৌরসভায় মেয়র পদে প্রার্থী সংখ্যা বেড়ে গেছেন। তাই তিন পৌরসভার মোট ১ লাখ ৬৫ হাজার ৭৭৯ জন ভোটারের জন্য সমসংখ্যক ছাপানো ব্যালট পুড়িয়ে ফেলতে হবে।
 
এর আগেও বিভিন্ন নির্বাচনের বাতিল ব্যালট নষ্ট করেছে ইসি। নবম সংসদ নির্বাচনের সময় সবচেয়ে বেশি ব্যালট পেপার পুড়াতে হয়েছিল। সে সময় প্রায় ৩০ লাখের মতো ব্যালট পুড়িয়ে ফেলতে হয়।
 
এছাড়া রাণীশংকৈলের নির্বাচন স্থগিত হওয়ার কারণেও ১১ হাজার ৪৫৭টি ভোটের বিরপীতে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৪ হাজার ৩৭১টি ব্যালট ব্যবহার করতে পারছে না ইসি। এ পৌরসভায় আদালতের আদেশে নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত রেখেছে ইসি।
 
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা বাংলানিউজকে বলেন, পরবর্তী আরও কোনো ব্যক্তি প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশ আনলে ব্যালট পুড়ানোর পরিমাণ আরও বেড়ে যাবে।
 
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৩ পৌরসভায় ভোটগ্রহণ করবে ইসি। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে ব্যালট পেপার ছাপানোর কাজ প্রায় শেষ।

পৌর নির্বাচন: পুলিশ চায় ৬৯ কোটি, শুকনা খাবারেই ৬ কোটি

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ব্যয় বাবদ ৬৮ কোটি ৬০ লাখ টাকা চেয়েছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে পুলিশের এ চাহিদা পাঠিয়েছেন। যার অনুলিপি পুলিশ মহাপরিদর্শককেও দেওয়া হয়েছে।

এক্ষেত্রে ভাতা বাবদ ১১ কোটি ৪২ লাখ, পরিবহন ৩৬ কোটি ১২ লাখ, অন্যান্য ৬ কোটি ৫০ লাখ, শুকনা খাবার ৫ কোটি ৫৮ লাখ এবং গোয়েন্দা কার্যক্রম খাতে ৮ কোটি ৯৫ লাখসহ এই মোট ৬৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে পুলিশ।

ভোট উপযোগী পৌরসভায় পুলিশের ৭৩ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। তবে বিজিবি, আনসার ও কোস্টাগার্ড তাদের চাহিদাপত্র পাঠায়নি বলে জানিয়েছে ইসির বাজেট শাখা।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে ভোটে আইনশৃঙ্খলা মোতায়েন সংক্রান্ত পরিপত্রের খসড়া ভেটিংয়ের কপি পাঠানো হয়েছে ইসিতে। এতে কেন্দ্রভেদে প্রতি ১৯ জন ও ২০ জন ফোর্স রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ইইউডি/আইএ

** পৌর ভোটের দিন ছুটি ঘোষণা
** পুলিশ চায় ৬৯ কোটি, শুকনা খাবারেই ৬ কোটি
** ব্যালট পেপার ছাপানো নিয়ে বিপাকে ইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।