ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

রাঙামাটিতে জনগণের মুখোমুখি মেয়র প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
রাঙামাটিতে জনগণের মুখোমুখি মেয়র প্রার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: জনগণের মুখোমুখি হয়ে তাদের সরাসরি প্রশ্নোত্তরের জবাব দিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র প্রার্থীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সনাক রাঙামাটি জেলার সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী শিব প্রসাদ মিশ্র, জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গা মানিক চাকমা, বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি, স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।

মেয়র প্রার্থীরা বক্তব্যে রাঙামাটি শহরকে একটি পর্যটকবান্ধব, পরিষ্কার পরিচ্ছন্ন ও অসাম্প্রদায়িক শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বক্তব্য শেষে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণ মেয়র প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। নির্বাচিত হলে তারা কিভাবে পৌরসভা পরিচালনা করবেন, তাদের পরিকল্পনা ও কর্মপন্থা সম্পর্কে জনগণকে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।