ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

১ লাখ ৬৫ হাজার ৭৭৯টি ব্যালট পুড়ালো ইসি

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
১ লাখ ৬৫ হাজার ৭৭৯টি ব্যালট পুড়ালো ইসি

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী সংখ্যা বেড়ে যাওয়ায় তিনটি পৌরসভায় নির্বাচন কমিশনকে (ইসি) আবারও নতুন করে ব্যালট পেপার ছাপাতে হচ্ছে। এক্ষেত্রে ১ লাখ ৬৫ হাজার ৭৭৯টি ব্যালট পুড়িয়ে ফেললো সংস্থাটি।



প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, আ‍দালতের আদেশে বেশ কিছু প্রার্থী বেড়ে যাওয়ায় কিছু পৌরসভায় মেয়র পদের ছাপানো ব্যালট পুড়িয়ে ফেলতে আজকেই (বৃহস্পতিবার) বিজি প্রেসকে নির্দেশ দিয়েছি। তারা এগুলো পুড়িয়ে ফেলছে। ওইসব পৌরসভায় মেয়র পদের জন্য আবারও নতুন করে ব্যালট পেপার ছাপানো হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বাংলানিউজকে জানান, বগুড়ার সারিয়াকন্দিতে ১৩ হাজার ৭৬৮ জন, কুষ্টিয়া সদরে ১ লাখ ৩২ হাজার ৫৭৮ জন, ঝিনাইদহের মহেশপুরে ১৯ হাজার ৪৩৩ জন ভোটার রয়েছেন। কিন্তু ব্যালট পেপার ছাপানোর পর আদালতের আদেশ নিয়ে আসায় এসব পৌরসভায় মেয়র পদে প্রার্থী সংখ্যা বেড়ে গেছে। তাই তিন পৌরসভার মোট ১ লাখ ৬৫ হাজার ৭৭৯ জন ভোটারের জন্য সমসংখ্যক ছাপানো ব্যালট পুড়িয়ে ফেললো ইসি।

এর আগেও বিভিন্ন নির্বাচনের বাতিল ব্যালট নষ্ট করেছে ইসি। নবম সংসদ নির্বাচনের সময় সবচেয়ে বেশি ব্যালট পেপার পুড়াতে হয়েছিল। সে সময় প্রায় ৩০ লাখের মতো ব্যালট পুড়িয়ে ফেলতে হয়।

এদিকে, রাণীশংকৈল পৌরসভার বিষয়ে চেম্বার বিচারপতির আদেশে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ায় এ পৌরসভার ব্যালট পেপার নষ্ট করতে হচ্ছে না। এ পৌরসভায় ১১ হাজার ৪৫৭টি ভোটের বিরপীতে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৪ হাজার ৩৭১টি ব্যালট ছাপিয়েছিল ইসি। যা ভোটগ্রহণের জন্য আদেশ না এলে নষ্ট করতে হতো।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা বাংলানিউজকে বলেন, পরবর্তী আরও কোনো ব্যক্তি প্রার্থিতা ফিরিয়ে দেওয়া সংক্রান্ত আদালতের আদেশ আনলে ব্যালট পুড়ানোর পরিমাণ আরও বেড়ে যাবে।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে ইসি। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে ব্যালট পেপার ছাপানোর কাজ প্রায় শেষ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইইউডি/আইএ

** ১ লাখ ৬৫ হাজার ৭৭৯টি ব্যালট পুড়বে

** ব্যালট পেপার ছাপানো নিয়ে বিপাকে ইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।