ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

নির্বাচন

বাগেরহাট পৌর নির্বাচন

আ.লীগকে সমর্থন দিয়ে সরে গেলো জাপা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আ.লীগকে সমর্থন দিয়ে সরে গেলো জাপা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাট পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মির্জা আলি আসান খোকন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি এ ঘোষণা দেন।



লিখিত বক্তব্যে তিনি জাতীয় পার্টির সব নেতাকর্মী-সমর্থকদের ভেদাভেদ ভুলে বাগেরহাট পৌরসভা নির্বাচনে নৌকার হয়ে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে জাপার জেলা সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, লাঙ্গল প্রতীক মাঠে থাকলে নৌকার কিছু ভোট কমতো। তাই তারা নৌকায় সমর্থন জানিয়ে সরে গেলেন।

সংবাদ সম্মেলনে জাপার জেলা যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব হাজরা শহিদুল ইসলাম, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগ ও জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।