ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

নির্বাচন

পৌর নির্বাচন

যশোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
যশোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এস এম কামরুজ্জামান চুন্নুর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।



এতে মতিউর রহমান মতিন, শফিউর রহমান, ইলিয়াস হোসেন নামে কামরুজ্জামান চুন্নুর তিন কর্মী আহত হয়েছেন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন কামরুজ্জামান চুন্নু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী প্রচারণাকালে রেলগেট এলাকায় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। পুলিশকে জানালেও সন্ত্রাসীরা পালানোর পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

তিনি দাবি করেন, হামলাকারীদের বুকে নৌকা মার্কার ব্যাচ লাগানো ছিল। নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাকে প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।