ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

নির্বাচন

পৌর নির্বাচন

সাতক্ষীরায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, ডিসেম্বর ২৭, ২০১৫
সাতক্ষীরায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার নাসিম ফারুক খান মিঠু

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী নাসিম ফারুক খান মিঠুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশের চিঠি ফ্যাক্স বার্তায় সাতক্ষীরায় পাঠানো হয়।



ফ্যাক্স বার্তায় বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠুকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে বিদ্রোহী প্রার্থী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।