ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

নির্বাচন

সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সিরাজগঞ্জ: আসন্ন পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর ইকবাল আক্তারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সিরাজগঞ্জে এসে পৌঁছেছে।



তিনি বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জে ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। প্রতি পৌরসভায় এক প্লাটুন করে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। প্রতি প্লাটুনে ৩০ জন করে বিজিবি সদস্য রয়েছে। রাতেই প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ৩০ জনের একেকটি দল নির্দিষ্ট পৌরসভায় চলে যাবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।