ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিরকাদিমের জেপি মেয়র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিরকাদিমের জেপি মেয়র প্রার্থী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত মেয়র প্রার্থী খন্দকার মোহাম্মদ হোসেন রেনু (বাইসাইকেল)।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি মিরকাদিম পৌরসভার রির্টানিং অফিসার বরাবর প্রার্থীতা প্রত্যাহারের লিখিত আবেদন করেন।



খন্দকার মোহাম্মদ হোসেন রেনু বলেন, মিরকাদিম পৌরসভায় দুইজন মেয়র প্রার্থীর বিতরণ করা কালো টাকার বিপক্ষে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারবো না। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

নির্বাচনের দিন আমার কোনো এজেন্ট থাকবে না।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।