ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

নির্বাচন

নেত্রকোনায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নেত্রকোনায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থককে জরিমানা

নেত্রকোনা: নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নেত্রকোনায় আওয়ামী লীগের মেয়র ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ ডিসেম্বর) রাতে মেয়র প্রার্থী নজরুল ইসলাম খানের সমর্থক কামাল মিয়াকে পাঁচশ’ ও কাউন্সিলর প্রার্থী মো. আমির বাশারের সমর্থক অপু আহমেদকে এক হাজার টাকা জরিমানা করা হয়।



জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর এ আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে জানান, কামাল মেয়র প্রার্থী নজরুল ইসলাম খানের প্রতীকযুক্ত ছোট পতাকা মোটরসাইকেলে ব্যবহার করে শহরে শোডাউন করেন। আর কাউন্সিলর প্রার্থীর সমর্থক অপু লোকজন নিয়ে নির্বাচনী ওয়ার্ডে মিছিল করেন। যা নির্বাচনী আচরণবিধি বহির্ভূত। খবর পেয়ে তাদের জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।