ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নওহাটা পৌরসভা

আ’লীগ প্রার্থীর গণসংযোগে বোমা হামলা, প্রার্থীসহ আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আ’লীগ প্রার্থীর গণসংযোগে বোমা হামলা, প্রার্থীসহ আহত ১০

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর গণসংযোগে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেয়রপ্রার্থী আব্দুল বারি খাঁনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।



সোমবার (২৮ ডিসেম্বরস) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের আনসার ক্যাম্পের পাশে মধ্য পুঠিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মেয়রপ্রার্থী আব্দুর বারি খান, মনসুর, ইমদাদ, শফিকুল, ওয়াজেদ আলীকে নওহাটা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে নওহাটা এলাকার মানিক (৩৪) ও রাসেল (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

আহত ইমদাদ জানান, গণসংযোগ চলার সময় দূর থেকে কে বা কারা পরপর দুটি হাত বোমা ছুড়ে মারে। প্রথমটি বোমাটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরেরটি গণসংযোগ স্থলে পড়ে। দ্বিতীয় বোমার আঘাতেই মেয়রপ্রার্থীসহ অন্যান্য নেতা-কর্মীরা আহত হন।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, নওহাটার আনসার ক্যাম্পের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আব্দুল বারি খাঁন গণসংযোগ করছিলেন। গণসংযোগের মধ্যে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।