ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

নোয়াখালীর চার পৌরসভায় বিজিবি-কোস্টগার্ড মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
নোয়াখালীর চার পৌরসভায় বিজিবি-কোস্টগার্ড মোতায়েন

নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী, বসুরহাট, চাটখিল ও হাতিয়াসহ চারটি পৌরসভায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে টহল দিতে শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



এর মধ্যে চৌমুহনী, বসুরহাট, চাটখিল পৌরসভায় এক প্লাটুন করে বিজিবি ও দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (২৮ ডিসেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।