ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

নির্বাচন

পৌর নির্বাচন

আখাউড়ায় ১১ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আখাউড়ায় ১১ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ পৌরসভার সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের (দেবগ্রাম ও তারাগণ গ্রামের) চারটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানায় উপজেলা নির্বাচন কার্যালয়।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূঁইয়া জানান, নয়টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ৭১টি বুথে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে চারটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনে ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ূম জানান, প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ২০ জন পুলিশ, অস্ত্রধারী ও লাঠিবাহীসহ ৬জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও এক প্লাটুন বিজিবি সদস্য টহলরত থাকবে।

এ পৌরসভায় ২৪ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন।

এ পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।