ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির ১০ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির ১০ কর্মী আটক

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোরে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 
 
আটক বিএনপি কর্মীরা হলেন- মারুফ আহমদ (৪০), নুরুল আলম নোমান (৪৩), সৈয়দ ফয়সল আহমদ (৩৮), শিপন মিয়া (৩৩), রেজাউল মিয়া (৩২), ফয়েজ আহমদ (২৮), শাহেদ মিয়া (২৭), রেজু আহমদ (২৬), আব্দুস সালাম (৩৪) ও ময়নুল বকস (৩৫)।  
 
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বাংলানিউজকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫         
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।