ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

দেওয়ানগঞ্জে ৯ কেন্দ্রের সবগুলি ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
দেওয়ানগঞ্জে ৯ কেন্দ্রের সবগুলি ঝুঁকিপূর্ণ

জামালপুর: জামালপুরের দেওয়নাগঞ্জে ৯টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফলে নির্বাচনকে ঘিরে মেয়র-কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।



নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে  ৩৬ জন ও সংরক্ষিত মহিলা  কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৯৯ সালের ১৩ জানুয়ারি গঠিত দেওয়ানগঞ্জ পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের শাহ নেওয়াজ শাহেনশাহ (নৌকা), বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নূর নবী অপু (জগ) ও বিএনপির একেএম মূসা (ধানের শীষ)।

বর্তমানে ‘খ’ শ্রেণির এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২৬ হাজার ৭১৯ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ হাজার ২৫১ ও পুরুষ ভোটার ১৩ হাজার ৪৬৮।

৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।