ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থীর এজেন্ট আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
চৌগাছায় প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থীর এজেন্ট আহত

যশোর: যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর রডের আঘাতে প্রতিপক্ষ প্রার্থীর পোলিং এজেন্ট আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।



৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, দুপুরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও তার পোলিং এজেন্ট  মো. আলামিন চৌগাছা পৌর এলাকার কাঁচাবাজারে বসেছিলেন। এ সময় কোনো ধরনের উস্কানি ছাড়াই অপর কাউন্সিলর প্রার্থী সিদ্দিকুর রহমান রড দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলা করা হবে বলেও তিনি জানান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।