ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

টাঙ্গাইল থেকে ইলিয়াস সরকার ও রাজিব

পৌর নির্বাচনের জন্য প্রস্তুত টাঙ্গাইল

ইলিয়াস সরকার ও সুমন কুমার রায় | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পৌর নির্বাচনের জন্য প্রস্তুত টাঙ্গাইল ছবি : রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল থেকে: পৌরসভা নির্বাচনের আর কয়েক ঘণ্টা বাকি। এর মধ্যেই টাঙ্গাইলে ৮টি পৌরসভার নির্বাচন কর্মকর্তারা তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর একটার মধ্যে প্রায় সব কেন্দ্রে প্রয়োজনীয় উপকরণ পাঠিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।   তৎপর রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তায় রাস্তায় স্টাইকিং ফোর্সের গাড়ি টহল দিচ্ছে। জেলা সদরের কয়েকটি মোড়ে বিকালের দিকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) ২৩৪টি পৌরসভার মধ্যে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত টাঙ্গাইলে হবে ৮টির নির্বাচন। এ ৮টি পৌরসভায় মেয়র পদে ২৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার বিকালে সরেজমিনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, আনসারসহ পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

জেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সোলায়মান মিয়া বাংলানিউজকে বলেন, এ কেন্দ্রের মোট ভোটার হচ্ছে ২৫শ’ ১৫ জন। ইতোমধ্যে এ কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছেছে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

এদিকে জেলা নির্বাচন অফিস ও পুলিশ সুপারের কার্যালয় জানিয়েছে, এ জেলায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্নের জন্য সব প্রস্তুতি তারা নিয়েছেন।

জেলা পুলিশ সুপার সালেহ মো. তানভীর বাংলানিউজকে বলেন, টাঙ্গাইলে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করি বুধবারও কোনো সমস্যা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। নির্বাচন অফিস এবং পুলিশ কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করে তালিকা করে। কিন্তু কোনো সমস্যা হবে না।

টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে মোট ১ লাখ ৯ হাজার ৬৯৯ জন ভোটার রয়েছেন। এ পৌরসভায় মেয়র পদে ৪ জন, ১৮টি সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন এবং ৬টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ভুঞাপুর পৌরসভায় ১৮ হাজার ৭৭৪ জন, কালিহাতী পৌরসভায় ২৪ হাজার ৮২০ জন, মির্জাপুর পৌরসভায় ১৯ হাজার ১৭৪ জন, গোপালপুর পৌরসভায় ৩৬ হাজার ২৮৯ জন, মধুপুর পৌরসভায় ৩৭ হাজার ২০ জন, সখীপুর পৌরসভায় ১৯ হাজার ৫৭১ জন এবং ধনবাড়ি পৌরসভার নির্বাচনে ২৬ হাজার ৬৬০ ভোটার রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।