ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বরিশালের ৬ পৌরসভার সব প্রস্তুতি সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বরিশালের ৬ পৌরসভার সব প্রস্তুতি সম্পন্ন

বরিশাল: বরিশাল জেলায় ৬টি পৌরসভার ভোটকেন্দ্র গুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপর ৩টা থেকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নির্বাচনী ব্যালট বাক্সসহ অন্যান্য মালামাল পাঠানো হয়েছে বলে জানা গেছে।



বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা আবদুল হালিম খান বাংলানিউজকে জানান, ৬টি পৌরসভার ৫৮টি কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, প্যাড, ব্যালটসহ সব সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে স্ব স্ব পৌরসভার রির্টার্নিং অফিসারের কাছে।

তিনি জানান, ইতিমধ্যে পৌরসভা ও নির্বাচন কেন্দ্রীক অঞ্চলে বিজিবি’র টহল অব্যাহত রয়েছে। সকাল থেকে যান চলাচলেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

৩০ ডিসেম্বর জেলার ৬ পৌরসভায় ৯৮ হাজার ৬৮৯ জন ভোটার সকাল ৮টা থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে বরিশাল জেলার ৬টি পৌরসভায় ৩৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ ১০টি এবং সাধারণ কেন্দ্র হচ্ছে ১৪টি।

এ জেলার বাকেরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ৩টি ও সাধারণ ৬টি এবং উজিরপুরে অধিক ৬টি এবং সাধারণ ৩টি।

এ দু’টি পৌরসভায় কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। গৌরনদী পৌরসভায় ১৩টি কেন্দ্রের মধ্যে ৮টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৫টি কম ঝুঁকিপূর্ণ।

মুলাদীতে অধিক ঝুঁকিপূর্ণ ৫টি, কম ৩টি এবং সাধারণ ১টি। মেহেন্দীগঞ্জে অধিক ৫টি, কম ১টি এবং সাধারণ ৩টি। বানারীপাড়ায় অধিক ৭টি, কম ১টি এবং সাধারণ ১টি।
 
বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর শাহজাহান বাংলানিউজকে জানান, সাধারণ কেন্দ্রে পাঁচজন করে বন্দুকধারী পুলিশ, দু’জন করে বন্দুকধারী আনসার এবং লাঠি হাতে ১৩ জনসহ মোট ২০জন সদস্য দায়িত্ব পালন করবেন।

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন বন্দুকধারী পুলিশ বেশি থাকবে।

অপরদিকে  বরিশাল বিভাগে পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৬ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

ইতিমধ্যে বিভাগের ১৭টি পৌরসভার ১৭৬টি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে নেমেছেন ১৭জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এসব কেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ৪০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১ লাখ ৪০ হাজার ১১৬ পুরুষ এবং ১ লাখ ৩৫ হাজার ৯২৪ জন নারী ভোটার।

এদিকে বরিশালের ১৭টি পৌরসভার ১১৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।