ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

ভোটের জন্য প্রস্তুত ময়মনসিংহের ৯ পৌরসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ভোটের জন্য প্রস্তুত ময়মনসিংহের ৯ পৌরসভা

ময়মনসিংহ: ময়মনসিংহের ৯ পৌরসভায় ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নয় পৌরসভার ৯৬ ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সব উপকরণ পাঠিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।



তবে নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহের মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, গফরগাঁও, ভালুকা, ফুলপুর, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ৯ পৌরসভায় মেয়র পদে ৩৫, সাধারণ কাউন্সিলর পদে ৩১৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলানিউজকে জানান, ৯টি পৌরসভার ৮১টি ওয়ার্ডের ৯৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৭২৪ জন আর মহিলা ভোটার ৯৬ হাজার ৬৬৩ জন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম জানান, ৯৬ ভোট কেন্দ্রের মধ্যে ৬৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এই কেন্দ্রগুলোতে ৬ জন সশস্ত্র পুলিশ ও ১৪ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।

বাদ বাকি ৩২টি ভোট কেন্দ্রে ৫জন করে সশস্ত্র পুলিশ ও ১৪জন আনসার সদস্য মোতায়েন থাকবে।

‘৯৬টি ভোট কেন্দ্রের জন্য ২২ টি মোবাইল টিম, প্রতি পৌরসভায় ৯ টি স্ট্রাইকিং রিজার্ভ টিম মাঠে থাকবে,’ যোগ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এএমকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।