ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

শাহজাদপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বর্জন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শাহজাদপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বর্জন

শাহজাদপুর (সিরাজগঞ্জ):  সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ভিপি আব্দুর রহিম নির্বাচন বর্জন করেছেন। বুধবার  (৩০ ডিসেম্বর) সকাল ১০টা  ৩০ মিনিটে তিনি এ ঘোষণা দেন।

পরে তিনি নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন বর্জনের ঘোষণার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী অাওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হালিমুল হক মিরুর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ আনেন।

পৌরসভা নির্বাচনে অংশ নেয়া‍র অপরাধে স্বতন্ত্র প্রার্থী ভিপি আব্দুর রহিমকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআইকে/আরআই

** রায়পুরে বিএনপির নির্বাচন বর্জন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।