ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

অপু দত্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।



খাগড়াছড়ির ১৭টি এবং মাটিরাঙ্গা পৌরসভার ৯টি কেন্দ্রে এই ভোট গ্রহন চলছে। এবার খাগড়াছড়িতে ৩৩ হাজার ৬১৯ জন এবং মাটিরাঙ্গায় ১৫ হাজার ৫৭০ জন ভোটার ভোট দেবেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত।


নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে বিজিবি,  র‌্যাব,  পুলিশের পাশাপাশি রয়েছে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহন চলছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৫জন এবং মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৩ জন প্রার্থী।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।