ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

নওগাঁয় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নওগাঁয় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে নওগাঁর দুই পৌরসভায় (নওগাঁ সদর ও নজিপুর)।

সকাল ৮টায় নির্ধারিত সময়ে সকল ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল সাড়ে ৯টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

পিটিআই ভোট কেন্দ্রে ভোট প্রদানের পর চকদেবপাড়া মহল্লার ভোটার শাহার বেওয়া (৬৫) জানান, নৌকা ও ধানের শীষ প্রতীক হওয়ায় মেয়র প্রার্থীদের খুব সহজেই ভোট দেওয়া গেছে। পছন্দ মতো প্রার্থী বাছাই করে ভোট প্রদান করেছি।  

একই কেন্দ্রে ভোট প্রদানের পর গোলম ফারুক (৬০) নামে ভোটার জানান, প্রার্থীদের প্রতীক চিনতে কোন সমস্যা হয়নি। সুন্দর পরিবেশ ও স্বাধীন ভাবে ভোট প্রদান করেছি।  

নওগাঁ চকদেবপাড়া পিটিআই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, এই কেন্দ্রে মোটার ভোটার রয়েছে ২ হাজার ৩শ’ ৩৫জন। ভোট গ্রহণের বুথ রয়েছে ৭টি। সকাল ১০টা পর্যন্ত মোট ভোটারের প্রায় ১০ ভাগ ভোট গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলার দুই পৌরসভার ৪৯টি কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

জেলার রির্টানিং অফিসার আমিরুল ইসলাম জানান, সকাল ১০টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।