ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

রাজশাহীর ভবানীগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রাজশাহীর ভবানীগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপি ও আ.লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।   তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।



বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টা ১৫ মিনিটে পৌরসভার হ্যালিপ্যাড মাঠে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই পুলিশ, ৠাব, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তার আগে আ.লীগের মেয়র প্রার্থী আব্দুল মালেকের কর্মী সমর্থকরা বিএনপির মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাকের  নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে দিয়ে চলে যায়। এখন সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাগমারা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ যাওয়ার আগেই  ঘটেছে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।