ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

মধুপুরে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

এসএম শহীদ, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মধুপুরে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

মধুপুর (টাঙ্গাইল) থেকে: কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মধুপুর পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী সরকার শহীদুল ইসলাম শহীদ।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।



ধানের শীষের এই প্রার্থী বলেন, পৌরসভার ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। একটি কেন্দ্রেও আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
‘তাই এই প্রহসনের নির্বাচন থেকে আমি প্রত্যাহার করলাম। ’

বিয়ষটি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান সরকার শহীদ।

তবে বিষয়টি অস্বীকার করেছেন মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রেই বিএনপি প্রার্থীর এজেন্ট রয়েছে। আপনারাও ঘুরে দেখতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, যথেষ্ট নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে কঠোর নজরদারিতে রয়েছেন।

বিএনপি প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের কোনো খবর তার কাছে এখনও আসেনি বলে জানান তিনি। মধুপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৩৭ হাজার ৯৫ জন।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।