ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

নরসিংদী থেকে সেরাজুল ইসলাম

মাধবদী মহাবিদ্যালয় কেন্দ্রে ৩ ককটেল বিস্ফোরণ

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মাধবদী মহাবিদ্যালয় কেন্দ্রে ৩ ককটেল বিস্ফোরণ

নরসিংদী থেকে: ভোটগ্রহণ বন্ধ থাকা নরসিংদীর মাধবদী মহাবিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ও ১১টায় দুই দফায় মোট তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাবিদ্যালয় ভবনের পূর্বদিকে টিনশেডের ঘর রয়েছে। সেখ‍ান থেকে শব্দগুলো পাওয়া গেছে।

তারা ধারণা করছেন, ককটেলগুলো মহাবিদ্যালয় চত্বরের বাইরে থেকে ছোড়া হয়েছে।

এসব ঘটনায় সকাল থেকেই কেন্দ্রটিতে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ, ৠাব ও পুলিশ সদস্যরা ভিড় করেছেন কেন্দ্রের আশপাশে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইএস/এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।