ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

পঞ্চগড়ের ভোট ‘উৎসবে’ এগিয়ে নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পঞ্চগড়ের ভোট ‘উৎসবে’ এগিয়ে নারী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে পঞ্চগড় পৌরসভার ভোটগ্রহণ। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।



বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি। রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির এই পৌর এলাকায় নয়টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ৭০০, পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ৪০০, পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে (জালাসী) ১৩০০ ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫০০টি ভোট পড়েছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন আহম্মদ বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য অতিরিক্ত পুলিশের পাশাপাশি ৠাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।

পঞ্চগড় পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন নৌকা প্রতীকে, বিএনপি মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে, জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ বাবুল মশাল প্রতীকে এবং  স্বতন্ত্র  প্রার্থী হিসেবে জামায়াত নেতা আব্দুল খালেক নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২২ বর্গকিলোমিটার এলাকার এই পৗরসভার ৯ ওয়ার্ডে মোট ভোটার ৩০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে নারী  ১৫ হাজার ৪০০ জন এবং পুরুষ ১৫ হাজার ৩৭৫ জন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।