ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

চান্দিনায় জাল ভোট দিতে গিয়ে তরুণ আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চান্দিনায় জাল ভোট দিতে গিয়ে তরুণ আটক

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ায় নাজমুল হাসান (১৭) নামে এক তরুণকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।



বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুর্শিদ আহমেদ তাকে এ জরিমানা করেন।

এরআগে পৌরসভার ৭নং ওয়ার্ডের ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।


নাজমুল হাসান ছায়কোট গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি ‍আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুস সালামের  (উট পাখি) পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রদীপ দেবনাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।