ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চান্দিনায় ককটেল বিস্ফোরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চান্দিনায় ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলাশহর ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভোট কেন্দ্রের পার্শ্ববর্তী একটি দ্বিতল ভবন থেকে কেন্দ্রের মাঠে ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ ভোটারদের।



এ সময় উপস্থিত ভোটাররা ছত্রভঙ্গ হয়ে গেলে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ করে একই স্থানে দুই কেন্দ্রের পৃথক প্রিজাইডিং কর্মকর্তারা।

পরে ভোট কেন্দ্রে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্টাইকিং ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দেড়টা থেকে আবারও ভোট গ্রহণ শুরু হয় ওই দুই কেন্দ্রে।

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

এর আগে সকালে কাউন্সিলর প্রার্থী বাচ্চু মিয়া (ডালিম) ও আব্দুস সামাদ (টেবিল লেম্প) সমর্থিত লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়। ওই ঘটনা চলাচলেও ভোট গ্রহণ বন্ধ থাকে কিছুক্ষণ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।