ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

সৈয়দপুরে ফাঁকা গুলি, ১ কেন্দ্রে ভোট স্থগিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সৈয়দপুরে ফাঁকা গুলি, ১ কেন্দ্রে ভোট স্থগিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থীর (বিএনপি সমর্থক) সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি (রাবার বুলেট) ছুঁড়েছে পুলিশ।

এ ঘটনায় নাল্টু (৩৫) নামে একজন ‍আহতও হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর পর দুপুর ১টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুসলিম উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ভোটাররা জানান, নৌকা প্রতীকধারী মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন ও বিএনপি সমর্থক কাউন্সিলর প্রার্থী জোবায়দুল ইসলাম মিন্টুর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে পুলিশ তা প্রতিহত করে।

এ বিষয়ে রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনার জেরে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।