ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

শরীয়তপুরে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শরীয়তপুরে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

শরীয়তপুর: শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী সরদার একেএম নাসিরউদ্দিন কালু।

বুধবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।



নাসিরউদ্দিন কালু বলেন, সরকার দলীয় প্রার্থী, তার সমর্থক ও প্রশাসনের লোকজন শরীয়তপুর সরকারি কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।