ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

সৈয়দপুরে ৫ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সৈয়দপুরে ৫ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে ৫টি কেন্দ্রের ভোচগ্রহণ স্থগিত করা হয়েছে।

এগুলো হচ্ছে, পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মুসলিম উচ্চ বিদ্যালয়, ৪নম্বর ওয়ার্ডের নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২নম্বর ওয়ার্ডের আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, পীর-ই আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়াগোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।



রিটার্নিং অফিসার ঝিলহাজ উদ্দিন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

এরমধ্যে মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে কাউন্সিলর প্রার্থীর ভাই নাল্টু (৩৫) আহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।