ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

বাগমারায় সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বাগমারায় সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া ভোট কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভোট চলাকালে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় দুই বিএনপি সমর্থক আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে।

আহতরা হলেন- বিএনপি সমর্থক মনা (৫০) ও সালাম (৬৫)। তাদের বাগমারার ভবানীগঞ্জের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিবর্ষণ করা হয়।

তবে এ ঘটনায় বিএনপির দু'জন সমর্থক লাঠিচার্জে আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।