ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শ্রীপুরে এক কেন্দ্রে ছাত্রলীগ-পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শ্রীপুরে এক কেন্দ্রে ছাত্রলীগ-পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচেনে ৮নং ওয়ার্ডের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগ কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আব্দুল জলিল।

এ সময় ২০ মিনিটের মতো এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।

আব্দুল জলিল বলেন, একটু সমস্যার কারণে ২০ মিনিটের মতো ভোটগ্রহণ বন্ধ ছিল। এখন সব স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।