ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গাইবান্ধা থেকে নুরুল আমিন ও কাশেম হারুন

ভোট দিয়ে খুশি শতবর্ষী হাজী মোজাম্মেল

নুরুল আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোট দিয়ে খুশি শতবর্ষী হাজী মোজাম্মেল ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে: গাইবান্ধা পৌরসভার বাসিন্দা হাজী মোজাম্মেল। বয়স ১০৪ বছর।

হাঁটা-চলা করতে পারেন না।

কিন্তু ভোট দেওয়ার প্রবল আগ্রহের কারণে তাকে হুইল চেয়ারে করে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিয়ে আসেন ছেলে আসাদুল হক।

সারাদেশের মতো বুধবার (৩০ ডিসেম্বর) গাইবান্ধা পৌরসভায়ও নির্বাচন চলছে। এতে ভোট দিতে পেরে বৃদ্ধ ভোটার মোজাম্মেল হাতের আঙ্গুলের ছাপ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। কোনো লাইনে দাঁড়াতে হয়নি। ভোট দিয়ে ভালো লাগছে।

ছেলে আসাদুল হক বাংলানিউজকে বলেন, সকালে বাবা ভোট দিতে যাবে বলে আগ্রহ প্রকাশ করেন। দুপুরে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হওয়ায় তাকে ভোট দিতে নিয়ে এসেছি।

তিনি জানান, ২০ বছর আগে তার বাবা হাজী মোজাম্মেল স্ট্রোক করেন। তারপর থেকে হুইল চেয়ারে চলাফেরা করছেন। তবে এখনও মানসিকভাবে বেশ শক্ত তার বাবা।

২০ সন্তানের জনক হাজী মোজাম্মেল বিশ্ব ইজতেমা ময়দানের আমির। গাইবান্ধা গোরস্থান রোডের বাড়িতে ছেলে আসাদুলের সঙ্গে থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এইচএ/

** ভোটের মেলা চারঘাটের থানাপাড়ায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।